জনগনের ভোটে বিজয়ী হয়ে শ্রীলঙ্কার বামপন্থী নেতা অনুড়া কুমারা দিশানায়েকে রাজধানী কলম্বোয় আয়োজিত এক শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্বীপরাষ্ট্রির প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা হিদুস্তান টাইমস।
আত্মস্বীকৃত মার্কসপন্থি অনূঢ়া কুমারা দিশানায়েকে প্রতিনিধিত্ব করছেন পিপলস পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি)। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ লাখেরও বেশি ভোট পেয়েছেন।
এক সময়ের প্রান্তিক রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই ব্যক্তির দল দুটো ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, যার ফলে ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল। ২০২২ সালে দেশটির অর্থনৈতিক মন্দার পর থেকে সাধারণ শ্রীলঙ্কাবাসীর ওপর নেমে আসা কষ্টের কারণে এই নেতার প্রতি সমর্থন বাড়তে থাকে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর গতকাল রোববার ৫৫ বছর বয়সী দিশানায়েকে বলেন, তার এই বিজয় বহু লোকের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। দীর্ঘ এই সংগ্রামের পেছনে রয়েছে বহু লোকের ঘাম, অশ্রু ও জীবনদানের মতো ঘটনা। তিনি বলেন, আজ আমরা শ্রীলঙ্কার নতুন ইতিহাস রচনার জন্য একত্রিত হয়েছি।
আজ সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উপনিবেশ আমলের প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।
২০২২ সালের ১৩ জুলাই গণ-বিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় রাজাপাকসা সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। ওই ঘটনার সপ্তাহখানেক পর রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। গণ-বিক্ষোভের দুই বছর পর দেশটিতে গত শনিবার অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন।
এমএএন
মন্তব্য করুন: