editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

২৮ যাত্রী নিহত ইরানে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস


প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৪, ১৮:৩০

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশে জানিয়েছে, বাসটির ব্রেক ত্রুটিপূর্ণ ছিল।

ইরানে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৮ যাত্রী নিহত হয়েছে। শিয়া মতাবলম্বী এসব পাকিস্তানি ইরান হয়ে ইরাকের কারবালায় যাচ্ছিলেন।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশে জানিয়েছে, বাসটির ব্রেক ত্রুটিপূর্ণ ছিল।

প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

 

স্থানীয়রা জানান, রাজধানী তেহরানের দক্ষিণে ইরানের দেহশির-টাফ্ট চেকপয়েন্টের সামনে বাসটি উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। এতেই হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে।

পাকিস্তানের ডন নিউজের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন।

শিয়া তীর্থযাত্রীরা ইরাকের পবিত্র শহর কারবালায় যাচ্ছিলেন। তারা পাকিস্তানের লারকানা, ঘোটকি ও সিন্ধু শহরে বাসিন্দা।

 

শিয়াদের এই তীর্থযাত্রাটি আরবাইন নামে পরিচিত। কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রহ.) নিহতের ঘটনায় ৪০ দিনের শোকের সমাপ্তি দিবস ঘিরে সেখানে জড়ো হয়ে থাকেন তীর্থযাত্রীরা।

 

এবার বিশ্বের বিভিন্ন দেশের ২০ লাখের বেশি শিয়া মুসলিম তীর্থযাত্রী কারবালায় অংশ নিচ্ছেন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর