editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৪, ১৯:৩১

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। সামনের গুরুত্বপূর্ণ কিন্তু চ্যালেঞ্জিং কাজগুলোতে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার ক্ষেত্রে আপনার পূর্ণ সাফল্য কামনা করছি।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের খোঁজখবর রাখছি। এ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। যোগাযোগ অব্যাহত থাকবে।

গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর দিনই ভেঙে দেওয়া হয় সংসদ। টানা তিন দিন কোনো সরকার ছিল না দেশে। এরপর গত ৮ আগস্ট প্রধান উপদেস্টা ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর