বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। নতুন দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা জানানোর মধ্যেই সুকৌশলী বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশা প্রকাশ করেছেন। এ ছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, ভারত-বাংলাদেশে শান্তি, সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে মানুষের যে আকাঙ্খা আছ, তা পূরণ করতে বাংলাদেশের সঙ্গে হাতে হাতে মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত।
এমএএন
মন্তব্য করুন: