editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

পেনসিলভেনিয়ায় প্রচারণামূলক সমাবেশে হামলা, ট্রাম্প গুলিতে আহত

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ০২:২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে প্রচারণার অংশ হিসেবে পেনসিলভেনিয়ায় এক সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দেওয়ার সময় তার উপর হামলা হয়েছে। এই সময় ট্রাম্প মাটিতে পড়ে গেলে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত নিরাপত্তা প্রদানের স্বার্থে তাকে ঘিরে ফেলেন। এতে ট্রাম্প আহত হলেও প্রাণে বেঁচে যান। সন্দেহভাজন হত্যাকারী সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হন।

 

গুলিতে আহত হয়ে ট্রাম্প মাটিতে পড়ে যাওয়ার আগে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে দাঁড়াতে সাহায্য করার পর তাকে মুখমণ্ডলে রক্ত লেগে থাকতে দেখা যায়। এই সময় তিনি তার হাত উঁচু করে উপস্থিত জনতার দিকে তাকিয়ে চিৎকার করছিলেন।

হামলার পরবর্তীতে তাকে একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। তবে ট্রাম্প বর্তমানে সুস্থ এবং নিরাপদে আছেন বলে জানিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস।

ইউএস সিক্রেট সার্ভিসের কমিউনিকেশনস চিফ অ্যান্থনি জিউলিয়েলমি বলেন, ‘পেনসিলভেনিয়ায় জুলাই মাসের ১৩ তারিখে ট্রাম্পের সমাবেশে স্থানীয় সময় সন্ধ্যায় একটি ঘটনা ঘটেছে। সিক্রেট সার্ভিস নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং সাবেক প্রেসিডেন্ট বর্তমানে নিরাপদ আছেন। এই ঘটনা বর্তমানে সিক্রেট সার্ভিসের তদন্ত প্রক্রিয়াধীন একটি ঘটনা এবং পরবর্তীতে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।’

এই ঘটনায় একজন সন্দেহভাজন বন্দুকধারী ও সমাবেশে আগত এক ট্রাম্প সমর্থক নিহত হয়েছেন বলে পেনসিলভেনিয়ার বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ গোলডিংগার বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন।

এদিকে হোয়াইট হাউয জানিয়েছে, এই ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ‘ভালো’ আছেন উল্লেখ করে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চ্যাং বলেন, ‘এই ঘৃণ্য কর্মকাণ্ডের সময় দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ভালো আছেন এবং স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এনএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর