editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ৫জন নিহত

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১৭:৫৫

ফাইল ছবি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোরোভস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪১ জন। এর মধ্যে চার শিশু রয়েছে।

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিনে বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজারিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এটি সম্প্রতি বেসামরিকদের ওপর শত্রুপক্ষের চালানো সবচেয়ে বড় হামলার একটি। তিনি জানান, দুই শিশু সহ তিনি নিজেও আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতে ভিডিও ভাষণে বলেন, ন্যায় পদ্ধতি মেনে ইউক্রেন হামলার জবাব দেবে।

গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, হামলায় ছয়টি বাড়ি ও ১৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, রাশিয়ার সেনারা শহরে দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। শহরটি ফ্রন্টলাইন থেকে ২৪ কিলোমিটার দূরে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানায়, আধাঘণ্টার ব্যবধানে হামলা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর