প্রকাশিত:
১৮ জুন ২০২৪, ০১:৩৯
আপডেট: ১৮ জুন ২০২৪ ০১:০৬
ইসরায়েলের যুদ্ধকালীন গঠিত মন্ত্রিসভা অবশেষে ভেঙে দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছয়-সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।
গত রোববার (১৬ জুন) মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠক শেষে আজ সোমবার এ ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর অতি ডানপন্থি জোটের অংশীদাররা নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। মাত্র এক সপ্তাহ আগেই মধ্যপন্থি বিরোধী নেতা বেনি গান্তজ এবং তার মিত্র গাডি আইজেনকোট পদত্যাগ করলে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পট প্রস্তুত হয়।
গাজা-যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অভাব এবং যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বে ব্যর্থতার অভিযোগে গান্তজ ও আইজেনকোট পদত্যাগ করেছিলেন।
জাতীয়তাবাদী ধর্মীয় অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশের চাপ সত্ত্বেও গাজায় আরও অধিকা হামলা চালানোর দাবি জানিয়ে আসছে। এ ছাড়া তারা যুদ্ধকালীন নতুন মন্ত্রিসভা গঠনেরও আহ্বান জানিয়েছে।
তবে নেতানিয়াহু তাদের আবেদন প্রত্যাখ্যান করে বলেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রয়োজন নেই। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
নেতানিয়াহু এখন গাজা যুদ্ধ নিয়ে মন্ত্রিদের একটি ছোট দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। যাদের মধ্যে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং কৌশলগত পররাষ্ট্রমন্ত্রী রন দারমার।
গতবছর অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধের শুরুতে নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকারে গান্তজ ও তার মিত্র আইজেনকোট যোগ দেওয়ার পর তাদেরই অনুরোধে গঠন করা হয়েছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা।
সেই তারাই এই মন্ত্রিসভা থেকে সরে যাওয়ায় “এখন আর এর প্রয়োজন নেই” বলে মন্ত্রীদেরকে রোববার জানিয়েছেন নেতানিয়াহু। তবে মন্ত্রিসভা ভেঙে গেলেও চেইন অব কমান্ডে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র।
এনএম
মন্তব্য করুন: