চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে প্রাধান্য দিয়ে অতিবাহিত হলো ইতালিতে চলমান জি-সেভেনের ৫০তম সম্মেলনের প্রথম দিন। সম্মেলনে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছেন জি-৭ এর নেতারা। এসব দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) দক্ষিণ ইতালির শহর ফাসানোতে শুরু হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট বা জি-৭ এর তিন দিন ব্যাপী শীর্ষ সম্মেলনে প্রথম দিন এই সিদ্ধান্ত হয়।
এছাড়া শীর্ষ সম্মেলনের ফাঁকে জাপানের সাথে ১০ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন জেলেনস্কি। চলতি বছর ইউক্রেনকে ৪৫০ কোটি ডলার দেয়ার কথা জানিয়েছে টোকিও। এছাড়া ১০ বছর মেয়াদি নতুন নিরাপত্তা চুক্তিতেও সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চুক্তিতে ইউক্রেনে মার্কিন সামরিক ও প্রশিক্ষণ সহায়তার কথা বলা হয়েছে। তবে এটি ওয়াশিংটনকে তার মিত্রের পক্ষে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠানোর প্রতিশ্রুতির কথা উল্লেখ নেই। কিন্তু ভবিষ্যতে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদকে সমর্থন করে দাবি করে এটিকে 'ঐতিহাসিক' চুক্তি বলে প্রশংসা করেছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'আজ সত্যিই একটি ঐতিহাসিক দিন। কারণ এটি ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী চুক্তি। কারণ চুক্তিতে বলা হয়েছে যে ন্যাটোতে ইউক্রেনের ভবিষ্যত সদস্যপদকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এমনকি স্বীকার করে যে আমাদের নিরাপত্তা চুক্তি ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদের জন্য একটি সেতু।'
তিনদিনের এই সম্মেলনের আলোচনায় জায়গা পাবে আফ্রিকার বিনিয়োগ প্রসঙ্গও। এছাড়াও থাকবে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যাও।
মন্তব্য করুন: