ইরানের কট্টরপন্থী নারী রাজনীতিবিদ ও সাবেক আইন প্রণেতা জোহরাহ ইলাহিয়ান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম লিখিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় গত মাসে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ঘটনার পর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।
আগামী ২৮ জুন আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভবত ইরানের গার্ডিয়ান কাউন্সিল (অভিভাবক পরিষদ বা সাংবিধানিক কাউন্সিল) দ্বারা অনুমোদিত হলে জোহরাহ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর অনুমতি পারে। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়ানো প্রথম নারী হতে পারেন। কাউন্সিল সম্ভাব্য সব প্রার্থীকে যাচাই করে থাকে।
৫৭ বছর বয়সী জোহরাহ ইলাহিয়ান একজন চিকিৎসক এবং সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সাবেক সদস্য। তিনি কট্টরপন্থীদের স্লেটে দুই বার সংসদে নির্বাচিত হন। জোহরাহ ইলাহিয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনির সমর্থক। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়ানো প্রথম নারী হতে পারেন।
কাউন্সিল সম্ভাব্য সব প্রার্থীকে যাচাই করে থাকে। আজম তালেগনি নামে এক প্রবীণ সংস্কারবাদী রাজনীতিবিদ ও সাংবাদিক ১৯৯৭ সাল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য নিবন্ধন করে আসছিলেন। ২০১৯ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত এই নারী প্রতিবারই নিবন্ধন করেন। তবে কোনোবার তিনি গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাননি।
নিবন্ধনের পর জোহরাহ এলাহিয়ান তার বক্তৃতায় ‘সুন্দর সরকার, সুষ্ঠু অর্থনীতি, সুষ্ঠু সমাজ’ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন।
অন্যান্য কট্টরপন্থীদের মতো ইলাহিয়ান বাধ্যতামূলক হিজাব পরার নিয়ম সমর্থন করেন। ইরানে নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর আন্দোলনে জড়িত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড অনুমোদন করায় কানাডা গত মার্চে তাকে নিষেধাজ্ঞা দেয়।
এসআর
মন্তব্য করুন: