editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

দুই বিমানের সংঘর্ষ পর্তুগালের আকাশে, নিহত ১

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ৩ জুন ২০২৪, ১৬:৪২

পর্তুগালে একটি এয়ার শোতে মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ ঘটেছে। এতে একটি বিমানের পাইলট নিহত এবং অন্যটির পাইলট আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২ জুন) বিকেলে বেজা বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। পর্তুগিজ সংবাদ সংস্থা লুসার বরাতে এ খবর জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, এয়ার শো চলছিল।

দূর থেকে সমান্তরালে উড়ে আসে পাঁচটি ছোট বিমান। মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ ঘটে এবং এরপর সেগুলোর নিচে পড়ে যায়।

দেশটির বিমান বাহিনী (পিএএফ) দুটি ছোট বিমান সংঘর্ষে একজন পাইলট নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে পিএএফ বলেছে, ‘বিমান বাহিনী দুঃখের সঙ্গে জানাচ্ছে, বিকেল ৪টা ৫ মিনিটে বেজা এয়ার শোতে আকাশে পারফরম্যান্স প্রদর্শনের সময় দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই এয়ার শোতে ছয়টি বিমান অংশ নিয়েছিল। দুর্ঘটানর পর জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছায় এবং শোটির আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছেন। ’

সংবাদ সংস্থা লুসা জানিয়েছে, সংঘর্ষের পর একটি বিমানের পাইলট মারা গেছেন। তারা বিমান দুটিকে ইয়াকভলেভ ইয়াক-৫২ মডেলের বলে চিহ্নিত করেছে। অ্যারোবেটিক ট্রেনিং মডেলের এই বিমানগুলো সোভিয়েত ডিজাইনে নির্মিত।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, দুর্ঘটনার তদন্তে বিমান বাহিনী তদন্ত শুরু করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর