উবার সেবা চালুর পর সবচেয়ে বড় আঘাত আসে ট্যাক্সি চালক ও ভাড়া করা গাড়ি চালকদের আয়ের ওপর। বিভিন্ন শহরে ব্যাপক হারে চাহিদা কমে ট্যাক্সি চালকদের। অফিসগামী, জরুরি সেবা বা ভ্রমণ কাজে যাত্রীদের ভরসা হয়ে ওঠে উবার। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন শহরে ট্যাক্সি ও অন্যান্য চালকদের প্রতিবাদের মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় ২০১৯ সালে উবারকে কাঠগড়ায় দাঁড় করান অস্ট্রেলিয়ান ড্রাইভাররা। ৮ হাজারের বেশি ট্যাক্সি চালক, ভাড়া গাড়ির মালিক ও চালকদের পক্ষে মামলাটি দায়ের করে আইনি সংস্থা মরিস ব্ল্যাকবার্ন লইয়ার্স।
অভিযোগে বলা হয়, অস্ট্রেলিয়ার শহরগুলোতে উবার সেবা চালুর পর আয় হারাতে শুরু করেন ট্যাক্সি চালকরা। অবশেষে এ সংক্রান্ত মামলায় অস্ট্রেলিয়ান চালকদের ১৭ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে রাইড শেয়ার অ্যাপ উবার।
মন্তব্য করুন: