বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন।
বুধবার (২১ আগস্ট) বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিসিবি পুনর্গঠন নিয়ে কদিন ধরেই চলছে জোর আলোচনা। আজ জরুরি সভা ডেকেছিল সংস্থাটি। সরকার বদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ অনুমিতই ছিল। অবশেষে আজ সভা শুরুর পরপরই ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন পাপন। সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৪তম সভাপতি হিসেবে ২০১২ সালে দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান। তৎকালীন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল আইসিসির দায়িত্ব পেলে শূন্যপদে বসেন নাজমুল হাসান। ২০১৩ সালের বোর্ড নির্বাচনের মাধ্যমে নেন পূর্ণাঙ্গ দায়িত্ব। এরপর টানা তিন মেয়াদে তার হাতেই থাকে দেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্ব। ২০১৩ সালের পর ২০১৭ ও ২০২১ সালেও তিনিই প্রধান হিসেবে নির্বাচিত হন। আগামী বছরের অক্টোবরে পাপনের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁর আগেই সরে যেতে হলো তাকে।
এদিকে পাপনের পদ্যত্যাগের পর এবার বিসিবিতে আসছে নতুন সভাপতি। ধারণা করা হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবির সভাপতি হতে পারেন।
এমএএন
মন্তব্য করুন: