editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজার ও হবিগঞ্জে দুই দিন পর আবার রেল যোগাযোগ শুরু হয়েছে

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৪, ১৯:৪৪

আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা এক্সপ্রেস রওনা হয়েছে

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই দিন পর আবার রেল যোগাযোগ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা এক্সপ্রেস রওনা হয়েছে। এটি সন্ধ্যা ৭টার দিকে সিলেট স্টেশনে পৌঁছার কথা রয়েছে। তবে চট্টগ্রাম রুটে এখনো রেল চলাচল বন্ধ আছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-সিলেট রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়ায় সিলেট-চট্টগ্রাম রুটে এখনো রেল যোগাযোগ বন্ধ আছে। পরিস্থিতির উন্নতি হলে এ রুটেও রেল যোগাযোগ আবার চালু হবে।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে সিলেট রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হবে। এতে ৬৩০টি আসন আছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর