editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

ঈদ উপলক্ষে সৌদিতে টানা ছয়দিনের ছুটি

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১৬:৪৪
আপডেট: ২৪ মার্চ ২০২৪ ১৬:০৩

ফাইল ছবি

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে ঈদ উপলক্ষে মোট চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সাপ্তাহিক দুদিন ছুটির কারণে দেশটির নাগরিকরা টানা ছয়দিন ছুটি উপভোগ করতে পারবেন।

আগামী ৮ এপ্রিল (সোমবার) থেকে এই ছুটি শুরু হবে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।

ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি ৮ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। কিন্তু এর পরের দুই দিন সপ্তাহিক বন্ধ। ফলে দেশটির নাগরিকরা টানা ছয়দিনের ছুটি পাচ্ছেন।

গত ১০ মার্চ সৌদির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই সোমবার (১১ মার্চ) দেশটিতে রমজান মাসের প্রথম দিন ছিল।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর