আগামীকাল ১৭ জুন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে কোরবানির পশুর বর্জ্য অপসারনের জন্য আলাদা আলাদা সময় ঘোষণা করেছেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।
বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।
শেখ তাপস বলেন, ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মেয়র তাপস আরো বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, বিচারপতিরাসহ ভিআইপিরা ঈদের নামাজ আদায় করবেন। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টিতে যেন নামাজের বিঘ্ন না ঘটে সে ব্যবস্থাও রাখা হয়েছে। মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।
অন্যদিকে ঈদের দিন ছয় ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৩২টি ড্রাম ট্রাক ও ৮টি কম্প্যাক্টর ট্রাক সংযোজন কার্যক্রম উদ্বোধন শেষে বুধবার একথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির পশুর বর্জ্য তোলার জন্য ১০ লাখ ৪০ হাজার পলিথিন দেয়া হয়েছে নগরবাসীকে। এ ছাড়া সঙ্গে রয়েছে ডেটল ও ফিনাইল। ঈদের দিন ৯ হাজার ৫০০ কর্মী কাজ করবেন।
৪০টি ডাম্প ও কম্প্যাক্টর ট্রাক উদ্বোধন করে তিনি আরও বলেন, প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি নিজস্ব অর্থায়নে গাড়ি কিনেছে। ৩০ কোটি টাকা দিয়ে গাড়িগুলো ক্রয় করা হয়েছে। এরমধ্যে ভারত থেকে আনা হয়েছে ৩২টি ড্রাম ট্রাক আর ৮টি কম্প্যাক্টর ট্রাক জাপান থেকে কেনা হয়েছে। আগামী বছর জাপান থেকে আরও ২০টি ট্রাক ক্রয় করা হবে।
৪০টি ডাম্প ও কম্প্যাক্টর ট্রাক যোগ হওয়ায় প্রতিদিন ৩৫০ টন বর্জ্য অপসারণের সক্ষমতা বৃদ্ধি পেল বলেও জানান তিনি।
এনএম
মন্তব্য করুন: