editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

মালদ্বীপে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১৬:১২
আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৬:০৩

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।

এদিন বিকেলে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী নাওমী নাহরীন।

অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর চিত্রাঙ্কন করে এবং বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানে শিশুদের জন্য বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

সবশেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনের শুরুতে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর