প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পর্যটন খাতে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টোয়াবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ভ্যাট আরোপ বাস্তবায়িত হলে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে।
পর্যটকরা ভ্রমণ, খাবার ও বাসস্থানের মাধ্যমে ভ্যাট দিয়ে থাকে উল্লেখ করে টোয়াব নেতারা বলছে, অপারেটররা আলাদা করে ভ্যাট দিলে তা ভ্রমণ প্যাকেজের উপর প্রভাব পড়বে।
পর্যটন ব্যবসায়, প্রায় ৪০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে জড়িত। তাই সম্ভাবনাময় এই খাতে বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি জানান টোয়াব নেতারা।
এসআর
মন্তব্য করুন: