editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

কুয়েতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে জেল-জরিমানা

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৪, ২১:০৬
আপডেট: ১১ জুন ২০২৪ ২১:০৬

ফাইল ছবি

কুয়েতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে ৬ মাসের জেলসহ ৬০০ দিনার জরিমানার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের গ্রেফতারের জন্য চিরুনি অভিযান চালাবে সরকার।

যেসব অবৈধ অভিবাসী এখনও তাদের বৈধ করেনি বা নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ত্যাগ করেনি তাদের ধরতে চালানো হবে এই অভিযান।

আইনের ধারা অনুযায়ী যদি কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয় তাদের ৬ মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৬০০ দিনার জরিমানা করার বিধান রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। 

শুধু তাই নয় যেসব ভুয়া কোম্পানি তাদের কাছে থাকা শ্রমিকদের কাজ না দিয়ে অন্য দেশ থেকে কর্মী নিয়োগ করবে তাদের বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর