editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

১২ ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেবে ওমান

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ৩০ মে ২০২৪, ০৭:৫৬
আপডেট: ৩১ মে ২০২৪ ০৬:০৫

ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। টাইমস অব ওমানের এক খবরে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক।

১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তারের ভিসা, ইঞ্জিনিয়ারদের ভিসা, নার্সদের ভিসা, শিক্ষকদের ভিসা, হিসাবরক্ষকের ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।

২০২৩ সালের ৩১ অক্টোবর ওমান সব বিভাগে ভিসা প্রদান বন্ধ করার পর থেকে ওমানে বাংলাদেশি নাগরিকদের গমন ৫০% এরও বেশি কমে যায়। সেপ্টেম্বরে ওমানে বাংলাদেশিদের ভ্রমণ ২৮ হাজার ২০১-এ দাঁড়িয়েছে, যা কয়েক মাসের মধ্যে ৫০ শতাংশের বেশি কমেছে। ৩১ অক্টোবর জারি করা একটি সার্কুলারে, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশি নাগরিকদের জন্য সব বিভাগে ভিসা প্রদান স্থগিত করে।

এক বিবৃতিতে আরওপি বলেছে, আরওপি কিছু ধরনের ভিসা পর্যালোচনার মধ্যে সালতানাতে আগত সব জাতীয়তার জন্য সব ধরনের পর্যটক এবং ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তর স্থগিত করার ঘোষণা দেয়। বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন ভিসা প্রদান ৩১ অক্টোবর, ২০২৩ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করা হয় ওই বিবৃতিতে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর