এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
সংবাদ মাধ্যমকে তিনি জানান, নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, নজরুল ইসলাম বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন ”বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)” এর সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বিএবির চেয়ারম্যান ছিলেন। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি।
আরো উল্লেখ্য, নজরুল ইসলাম মজুমদার জাতীয় দৈনিক ‘দৈনিক বাংলা’র চেয়ারম্যান ও নিউজ পোর্টাল ’নিউজবাংলা’র উপদেষ্টা সম্পাদক।
এনএম
মন্তব্য করুন: