বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন আরও এক রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’ (বিপিপি)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’র ২০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের সভাপতি মো. বকুল হোসেন হৃদয় এ কমিটি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এই দল আত্মপ্রকাশ করেছে। এসময় তিনি কেন্দ্রীয় আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছে। এরমধ্যে আহবায়ক হয়েছেন মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মো. বকুল হোসেন হৃদয়।
১৫ জন যুগ্ম আহবায়ক হলেন–মো. বকুল হোসেন হৃদয়, শাহীন থান, স্যামুয়েল দাস, মো. ফরিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. ছাদিয়ার রহমান, মো. রেজাউল করিম, এড. তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ. এম মুনতাসীর, মো. আলাউদ্দিন, মো. রহমত আলী, এম. এ জলিল, মো. জামাল উদ্দিন রিপন, মো. মনিরুল ইসলাম। সদস্য সচিব মো. রবিউল আলম। সদস্য হলেন, খন্দকার ডেভিড লেলিন, মো. আনোয়ার হাসান খোকন, মো. আল আমিন বিশ্বাস।
বকুল হোসেন বলেন, ‘শ্রমিক জনতা এক হও, বাংলার জনতা এক হও, গণতন্ত্রকামী জনতা এক হও’- এটিই আমাদের দলের মূল নীতি।
আহবায়ক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি সর্বদাই জনগণের মতামতকে সবার সামনে উপস্থাপন করে মৌলিক অধিকার আদায়ে জন্য উপযুক্ত কর্মসূচি দেবে।
এমএএন
মন্তব্য করুন: