বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে বলে জানিয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে কতিপয় রাজনৈতিক দল যারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এটা কেউ কেউ চায় না। রাজনৈতিক অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ভেস্তে যাবে। দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।
তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের নৃশংসতা দেখেছে পুরো জাতি। বাংলাদেশের মানুষের সামনের দিনের আকাঙ্ক্ষা হচ্ছে প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করলেই এই সুফল পাওয়া সম্ভব। খালেদা জিয়ার সরকার জনগণের দ্বারা ছিল বলেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল। সেচ সুবিধা ভালোভাবে পেতে খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে।
দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে রাস্তা একটি। এ জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপির লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হয়েছে। স্বৈরাচার পালিয়েছে। কিন্তু জনগণের রাজৈনিতক অধিকার এখনও অর্জিত হয়নি। এ জন্য আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
এমএএন
মন্তব্য করুন: