editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি বিএনপির

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১১:০৯
আপডেট: ২০ মার্চ ২০২৪ ১১:০৩

ফাইল ছবি

আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটি বুঝতে পেরে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন। এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি।’

বুধবার (২০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির একথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন যৌক্তিক মনে করেন জানিয়ে লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিএনপিসহ ৬৩টি দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে। ভারতীয় পণ্য বর্জন মানে আওয়ামী লীগ সরকারকে বর্জন। কারণ, আওয়ামী লীগ একটি ভারতীয় পণ্য।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর