প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৫:১৩
আপডেট: ২০ আগষ্ট ২০২৪ ১৫:০৮
সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজছাত্র শিহাব হোসেন (১৯) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল, তার ভাই আব্দুল আলীম মন্ডল, বেলকুচি পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও ৫০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ ও মামলার বাদী মো. সোলায়মান মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
নিহত শিহাব হোসেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। শিহাব সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামের শফি মিয়ার ছেলে।
মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রকি, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান চুন্নু তালুকদারসহ অন্যান্যরা।
এমএএন
মন্তব্য করুন: