editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

ঈদে ফেরি ও লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১৩:১২
আপডেট: ২৩ মে ২০২৪ ১৩:০৫

ফাইল ছবি

আসন্ন ঈদ উপলক্ষে ফেরি ও বিশেষ লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে মন্ত্রণালয়ে নৌ-পথে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে আয়োজিত সভা শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এ সময় যাত্রীদের হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ফেরি ও বিশেষ লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নদীতে বাল্কহেড বন্ধ থাকবে। আর পচনশীল পণ্য ও পশুবাহী যানবাহন ছাড়া ঈদের আগে ও পরের তিনদিন সধারণ পণ্য পরিবহন বন্ধ থাকবে।

মন্ত্রী আরও বলেন, অতিরিক্ত ভাড়া নেয়ার ঝুঁকি নেই। অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটবে। যাত্রী সেবা বাড়াতে মালিকদেরও দায় আছে।

এবারের ঈদযাত্রায় নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নৌপথে বিশৃঙ্খলা করে সরকারের ভাবমূর্তি যেন নষ্ট করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর