editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

ডিবি কার্যালয়ে আয়নাঘর থাকবে না: রেজাউল করিম

নাঈম মজুমদার

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪, ১৫:৫১

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল ও সেলিব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রেজাউল করিম মল্লিক বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামীদের আর হয়রানী করা হবে না। ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবিতে আর কোনো নায়ক-নায়িকাদের আড্ডাখানা হবে না বলেও জানান তিনি।

দূর্গা পূজাকে কেন্দ্র করে পুরা ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি সব জায়গায় সাদা পোশাকে ডিবি অবস্থান করবে মন্দিরগুলোর সামনে।

ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেয়া হবেনা বলেও হুঁশিয়ারি করেন মহানগর গোয়েন্দা প্রধান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর