ছাত্র-জনতার আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে কারও ওপর গুলি ছোড়া হয়নি বলে দাবি করেছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস। তিনি দাবি করেন, র্যাবের হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুনীম ফেরদৌস।
ছাত্র-জনতার আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল কিনা- এক সংবাদ কর্মীর এই প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র্যাব সদস্য কর্মবিরতিতে যায়নি এবং কোনো র্যাব সদস্য পালিয়ে যায়নি।
হেলিকপ্টার থেকে কেবল টিয়ারগ্যাস ছোড়া হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এ রকম কোনো ভিডিও নেই। আপনাদের কারও কাছে যদি গুলি করার কোনো ভিডিও থাকে, আপনারা সেগুলো দিলে র্যাব তা যাচাই করবে।
গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংঘর্ষ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজনের প্রাণহানির পরদিন র্যাবের হেলিকপ্টার আকাশে উড়তে দেখা যায়। আকাশ থেকে আন্দোলনকারীদেরকে গুলি করা হয়েছে, এমন অভিযোগও উঠতে থাকে। সে সময়ের আওয়ামী লীগ সরকার এই বিষয়টি অস্বীকার করে।
র্যাব মুখপাত্র বলেন, এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তাদের ওপর হামলার যেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র্যাবের বিভিন্ন অভিযানিক ও গোয়েন্দা দল এই ভিডিও ও ছবিগুলো যাচাই বাছাই করেছে।
এই ভিডিওগুলোতে অনেকের হাতে অস্ত্র ছিল এমনকি তাদের কারও হাতে একে-৪৭ এর মত অস্ত্রও দেখা গেছে। বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র দিয়েও তারা ছাত্র-জনতাকে জখম করেছে।
এমএএন
মন্তব্য করুন: