editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৪

আগামী ২১ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন ৪০ থেকে ৫০ জন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক। এছাড়া সংগঠনের সভাপতি নির্মল রোজারিও, সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য এডভোকেট দিপংকর, ভিক্ষু সুনন্দপ্রিয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের তত্ত্বাবধানে দেশে গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী সম্প্রদায়িক সহিংস ঘটনাবলির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতার বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা' মামলা প্রত্যাহার এবং সারাদেশের চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

সাম্প্রদায়িক সহিংসতার বিস্তারিত তুলে ধরে ঐক্য পরিষদের সহ-সভাপতি নির্মল রোজারিও বলেন, ১৬ দিনের সহিংসতায় ১ হাজার ৭০৫টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫৭টি পরিবারের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব পরিবার এখন দুর্বিষহ জীবনযাপন করছে। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি হামলা হয়েছে খুলনা বিভাগে। সেখানে চারজন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭০৫টি পরিবারের মধ্যে আদিবাসী পরিবার ৩৫টি। তাদের বাড়িঘর লুটপাট, ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। কিছু পরিবারের জমি জবরদখল করা হয়। সেই সঙ্গে ৬৯টি উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর