বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ডেভেলপমেন্ট অবজেকটিভ গ্র্যান্ট অ্যাগ্রিমেন্টের একটি ধারা সংশোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। সুশাসন ও মানব উন্নয়নসহ ৩ খাতে বাড়তি ২০ কোটি ডলার দেয়ার চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।
রবিবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির মধ্যে একটি চুক্তি পুনঃনবায়ন হয়েছে।
চুক্তির পর সাংবাদিকদের এসব তথ্য জানান ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২১ সালে ছয় বছরের মেয়াদে প্রায় ১০০ কোটি ডলার সহায়তা দেওয়ার জন্য ডেভেলপমেন্ট অবজেকটিভ গ্রান্ট চুক্তি সই হয়। ওই চুক্তির অধীনে পাঁচ দফায় যুক্তরাষ্ট্র প্রায় ৪৩ কোটি ডলার দিয়েছে। রবিবার সই হওয়া ষষ্ঠ দফার চুক্তিতে ২০ কোটি ডলার দেওয়া হবে।
বৈঠকে আর্থিক খাতে আরো সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণসহ পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা।
অর্থ উপদেষ্টা বলেছেন, আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডি’র আলাপ হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে। এবং দ্বিতীয় হল বাণিজ্য এগিয়ে নেয়া।
এমএএন
মন্তব্য করুন: