রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আধা ঘণ্টা ধরে চলা অগ্নিকাণ্ডে বস্তির প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে।
রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বিকাল ৪টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২৯ মিনিটে। এরপর যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
এওয়াইএইচ
মন্তব্য করুন: