গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে অন্তর্র্বর্তীকালীন সরকার। এ পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালে প্রাথমিক পরিদর্শন করেছেন সরকারের তিন উপদেষ্টা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, গণভবনকে জাদুঘর বানানোর কাজ আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করব। দ্রুত কাজ শেষ করে যেন উদ্বোধন করা যায়।
শনিবার বেলা ১১টার দিকে গণভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখানে প্রথমত ৩৪ দিনের পুরো সময়ের স্মৃতির দিনলিপি থাকবে। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের তালিকা থাকবে, স্মৃতি থাকবে। এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা ৫ আগস্ট পেয়েছিলাম। এই ১৬ বছরে যে নিপীড়ন হয়েছে, যাঁরা গুম হয়েছেন, তাঁদের তালিকা থাকবে। যাঁরা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এসব বিষয়ের একটি উপস্থাপনা থাকবে। এমনকি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে, সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে।
এমএএন
মন্তব্য করুন: