ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি র্যাম্প খুলে দেয়া হলো। রাজধানীর এফডিসি মোড়ে নামার র্যাম্পটি বুধবার (২০ মার্চ) সকালে উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরের পর থেকে এই র্যাম্প দিয়ে গাড়ি চলাচল করছে।
এছাড়া আগামী ডিসেম্বরে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্প পুরোপুরি খুলে দেয়া হবে বলে জানান মন্ত্রী। তবে কবে নাগাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে উত্তরাগামী ওঠার র্যাম্পটি চালু হবে তা জানাতে পারেননি প্রকল্পসংশ্লিষ্ট কেউ।
মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। আর ৩১টি র্যাম্পসহ এর মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। বর্তমানে এর দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট অংশ পর্যন্ত যান চলাচল করছে। এফডিসি র্যাম্প উদ্বোধনের আগে খোলা ছিল ১৫টি র্যাম্প। ১৬তম র্যাম্প হিসেবে আজ কারওয়ান বাজার অংশের এই র্যাম্প খুলে দেয়া হলো।
এওয়াইএইচ
মন্তব্য করুন: