editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

খুলে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি র‌্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১১:৪৩
আপডেট: ২০ মার্চ ২০২৪ ১১:০৩

সংগৃহীত ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি র‌্যাম্প খুলে দেয়া হলো। রাজধানীর এফডিসি মোড়ে নামার র‌্যাম্পটি বুধবার (২০ মার্চ) সকালে উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরের পর থেকে এই র‌্যাম্প দিয়ে গাড়ি চলাচল করছে।

উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন এফডিসি র‌্যাম্পটি ঢাকাবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।’ তিনি আরও জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রত্যাশার চেয়ে দ্বিগুণ টোল আদায় হচ্ছে।

এছাড়া আগামী ডিসেম্বরে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্প পুরোপুরি খুলে দেয়া হবে বলে জানান মন্ত্রী। তবে কবে নাগাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে উত্তরাগামী ওঠার র‌্যাম্পটি চালু হবে তা জানাতে পারেননি প্রকল্পসংশ্লিষ্ট কেউ।

মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। আর ৩১টি র‌্যাম্পসহ এর মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। বর্তমানে এর দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট অংশ পর্যন্ত যান চলাচল করছে। এফডিসি র‌্যাম্প উদ্বোধনের আগে খোলা ছিল ১৫টি র‌্যাম্প। ১৬তম র‌্যাম্প হিসেবে আজ কারওয়ান বাজার অংশের এই র‌্যাম্প খুলে দেয়া হলো।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর