কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে সারাদেশে ‘শহীদী মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে এই কর্মসূচি পালিত হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময়। এজন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে সারাদেশে শহীদি মার্চ করব। এতে সব শহীদের পরিবারকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমরা চাই, আগামীকালও সারাদেশে গণজোয়ার নামবে। বিকেল তিনটায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে।
সারজিস বলেন, যতো দিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে না পাবে, ততো দিন বিজয় র্যালি করা শোভা পায় না। এই ইতিহাসকে মনে রাখতে হবে। সামনে যারা ক্ষমতায় আসবে, তারা যেন মনে রাখে, ভুলে না যায়।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করছে।
এমএএন
মন্তব্য করুন: