ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলো (এমওইউ) পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এ সময় তিনি জানানা, এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না সেটি তো আমারা দেখতেই পারি। সে অনুযায়ী স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব।
চলতি বছরের জানুয়ারি মাসে চতুর্থ দফায় সরকারের দায়িত্ব নেওয়ার পর জুনে প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে ভারতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এরপরই দেশ ছাড়েন সাবেক এ প্রধানমন্ত্রী। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ অভিযোগে দেশের বিভিন্ন এলাকায় মামলাও হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা জানানা, পাসপোর্ট বাতিল হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা সম্পর্কে সরকার অবগত নয়।
আমাদের এখানে ভারতের যেসব প্রকল্প সেগুলো এখন পড়ে আছে, সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পর কিন্তু একটু ক্যাওয়াজ থাকতেই পারে। আমাদের এখানে তো আইনশৃঙ্খলা নিয়ে একটু সমস্যা ছিল, সেটা অস্বীকার করে লাভ নেই। সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। সবকিছু নরমাল হলে তারা নিরাপত্তা বোধ করবেন এবং তারাও আসবেন। কারণ চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আদালত চাইলে ভারতে অবস্থারত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ফেরত দেওয়ার বিষয়টি নির্ভর করছে দিল্লির ওপর।
এমএএন
মন্তব্য করুন: