editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

আজ শুভ জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৪, ১৫:১৯
আপডেট: ২৬ আগষ্ট ২০২৪ ১৫:০৮

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ সোমবার (২৬ আগস্ট)। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দিনটি পালন করছেন।

পুরাণ ও ইতিহাস মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে দাপরযুগে ভাদ্র মাসে মথুরা নগরীতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের কোলে এই মহাপুণ্য তিথিতে জন্মলাভ করেছিলেন তিনি। সেই থেকে এই পুণ্য তিথি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়ে আসছে। এবারের জন্মাষ্টমীর অনুষ্ঠান বর্ণাঢ্য না করে সংক্ষিপ্ত করে বন্যাদুর্গতদের ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়া হবে। ইতিমধ্যে বন্যাদুর্গত এলাকার জন্য পরিষদের পক্ষ থেকে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে।

সরকারি ছুটির দিন সোমবার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি জন্মাষ্টমী উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সোমবার সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে বের হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল। জন্মাষ্টমী মিছিলে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। উদ্বোধন করবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নির্ধারিত সড়ক পরিক্রমা করে মিছিলটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে তিথি অনুযায়ী কৃষ্ণ পূজার আয়োজন করা হবে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। 

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর