দাবি নিয়ে না এসে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১৬ বছরে আপনাদের অনেক দুঃখ কষ্ট জমা হয়েছে। আমরা সবই জানি। আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে জমা দিন। আমরা সমাধানের চেষ্টা করবো। দয়া করে ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না।
তিনি বলেন, আমরা এক পরিবার। আমাদের এক লক্ষ্য এক। কেউ যেন সেটা প্রতিহত না করতে পারে সে জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। আমরা বদ্ধ পরিকর। আমাদের পর্বতসমান চ্যালেঞ্জ রয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতা দরকার। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে জনগণ সব ক্ষমতার উৎস হবে।
এমএএন
মন্তব্য করুন: