দেশে চলমান বন্যায় ফেনী-নোয়াখালীসহ কয়েকটি জেলায় আকস্মিক যে ভয়াবহতা দেখা দিয়েছে এর ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বন্যাদুর্গত এলাকায় সক্রিয় ৪৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে এই তাগিদ দেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে জানানো হয়, বন্যা পরবর্তী পুনর্বাসন কাজের জন্য বৈদেশিক সাহায্য নেয়া হবে। একইসঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এমএএন
মন্তব্য করুন: