editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ লাখের বেশি মানুষ, মৃতের সংখ্যা ১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৪, ১৭:১৮

দেশের চলমান বন্যা পরিস্থিতি এখন ১১টি জেলায় সীমাবদ্ধ রয়েছে, তবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ক্রমশ বেড়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এ তথ্য জানান।

ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ‌১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।

এ ছাড়া বন্যার কারণে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, নোয়াখালীতে ৩ জন, চট্টগ্রামে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জেলায় মোট ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, ২০ হাজার ১৫০ টন চাল এবং ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শিশুদের খাবারের জন্য ৩৫ লাখ টাকা এবং গবাদি পশুর খাদ্যের জন্য আরও ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৭৭০টি মেডিকেল টিম চালু রয়েছে।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর