আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সদস্যদের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে একটি চঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। চিঠিতে সাইফুল আলমের স্ত্রী, মা, ভাই বোন ও তাদের সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে।
এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে এনবিআর।
এনবিআরের ওই কর্মকর্তা জানান, এস আলম ও তার পরিবারের সদস্যরা আয়কর হিসেবে সম্পদের যেসব তথ্য দিয়েছেন, সেসব তথ্যের সঙ্গে মিল আছে কি না—তা যাচাই করার জন্যই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এনবিআর তথ্য চেয়েছে।
তিনি বলেন, এস আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ভাই আবদুল্লাহ হাসান এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিস ও এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক। তার মা চেমন আরা বেগম এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের পরিচালক।
এনএম
মন্তব্য করুন: