বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন আর কোন ভাঙচুর নয়, সংঘাত নয়। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে, রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে।
আজ সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর ক্যান্টনমেন্টে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান এসময় আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়-দায়িত্ব নিচ্ছি। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবো।
(সবার আগে আলো-আধারের সময়ের খবর সময়ে পেতে ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Threads, Instagram এবং Telegram পেজ)
এনএম
মন্তব্য করুন: