তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও একাত্মতা ঘোষণা করেছে।
প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলন সন্ত্রাস-সহিংসতায় চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন এসময়।
রোববার (০৪ জুলাই) গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারা অনেক ঘটনা ঘটাচ্ছে। আন্দোলন তো আন্দোলনের জায়গায় নেই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস-সহিংসতায় চলে যাচ্ছে। আমাদের শান্তির পক্ষে অবস্থান ছিল, আলোচনার পক্ষে অবস্থান ছিল। সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ছিল তার বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম।
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম এ আরাফাত বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে। সন্ত্রাসীদের দমনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে। কাউকে দমানো বা থামানোর জন্য নয়। মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চাই।
নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছেন।
তিনি আরও বলেন, আমরা সবাই বিচার চাই, কিন্তু আপনি তো রায় দিয়ে দিচ্ছেন। আমরা বলছি বিচার চাই সেজন্য একটি জুডিশিয়ারি কমিটি করেছি। তারা আজক কাজ শুরু করেছে। তারা কিন্তু বিদেশি বিশেষজ্ঞদের আনছে। বিদেশি বিশেষজ্ঞরা বলবে কিন্তু কী ঘটেছে একেবারে স্বচ্ছতার সঙ্গে। সেটা হলে জানতে পারব কিভাবে হত্যাকাণ্ড হয়েছে। ভেতরে কেউ মেরে দিল কিনা আন্দোলনকে উসকে দেয়ার জন্য, নাকি পুলিশের গুলিতে সেটি জানা যাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলন কর্মসূচিতে বিএনপি একাত্মতা প্রকাশ করেছে এটি কিভাবে মোকাবিলা করবেন জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি। বিএনপির তো আগেরই দাবি এটা। তারা বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এখন আর তারা আলাদা থাকলো না। এখন এটা বিএনপি-জামায়াতই হয়ে গেলো।
(সবার আগে আলো-আধারের সময়ের খবর সময়ে পেতে ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Threads, Instagram এবং Telegram পেজ)
এমএএন
মন্তব্য করুন: