editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

আগামীকাল থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৪, ১৮:৫৬
আপডেট: ০৩ আগষ্ট ২০২৪ ১৮:০৮

আগামীকাল রোববার থেকে সারা দেশের মফস্বল এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর কথা ছিল। কিন্তু চলমান পরিস্থিতি বিবেচনায় তা খুলছে না।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়। আজ শনিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পর ২৪ জুলাই বন্ধ করা হয় সব প্রাথমিক বিদ্যালয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর