editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

কোটা বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৪, ২০:০২

ফাইল ছবি: ছয় সমন্বয়ক

দেশে চলমান কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিবি ‘হেফাজতে’ থাকা ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয় সমন্বয়ক হলেন- মো: নাহিদ ইসলাম, মো: সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো: আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তাদের ডিবি কার্যালয় হতে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।

বদরুল ইসলাম বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। সে সময় তিনিসহ মোট পাঁচজন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়।

নাহিদের বাবার সাথে আলাপকালে তিনি জানান, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। নাহিদসহ ছয় সমন্বয়ককেই ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) মো: সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়।

(সবার আগে আলো-আধারের সময়ের খবর সময়ে পেতে ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Threads, Instagram এবং Telegram পেজ)

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর