চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের কষ্ট দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের পরিবার ও তাদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুতর আহতদের কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরবর্তীতে, মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী৷ সেখানেও রোগীদের চিকিৎসার খোঁজ নেন৷
এছাড়াও গত কয়েকদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন। এসময় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
(সবার আগে আলো-আধারের সময়ের খবর সময়ে পেতে ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Threads, Instagram এবং Telegram পেজ)
মন্তব্য করুন: