দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহত সকল সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগের নেতা কর্মী, সাধারণ মানুষ ও আইনশৃংঙ্খলা বাহিনীসহ অন্যান্য নিহতদের স্মরণে আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী একদিনের শোক পালন করা হচ্ছে। এদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হয়েছেন। এছাড়া আজ দেশের সব মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে, মন্দির-গির্জা-প্যাগোডায় থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন।
গতকাল সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এখানে অন্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে। একই সঙ্গে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারা দেশে সহিংসতায় নিহত হন শতাধিকেরও বেশি। এর মধ্যে বয়স্ক, শিশু, পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ রয়েছেন।
এমএএন
মন্তব্য করুন: