আজ শুক্রবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫০৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২৯৮ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২০৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসে ৭ জনের মৃত্যু হলো। আর শুক্রবার (২৬ জুলাই) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। এর আগের দিন বৃহস্পতিবার ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ২৬৩ জন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রের্কড। সব মিলিয়ে এ মাসের ২৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৪৭ জনে।
এবং গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১ জন রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট ৪ হাজার ৮৪২ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯৮ জন। এরমধ্যে পুরুষ ৬০ দশমিক ৯ শতাংশ এবং মহিলা ৩৯ দশমিক ১ শতাংশ। আর চলতি বছরে মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে পুরুষ ৪৭ দশমিক ১ শতাংশ এবং মহিলা ৫২ দশমিক ৯ শতাংশ।
মন্তব্য করুন: