দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে গ্রেপ্তার করে আদালতে তোলে ১০ (দশ) দিনের রিমান্ড চাওয়া হলে শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।
পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিভ রহমান পার্থকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে বিচারক তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার শুনানিতে ব্যারিস্টার পার্থের আইনজীবী আদালতকে বলেন, ২০১৮ সালের পর থেকে তাঁদের মক্কেলের বিএনপি–জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। সেতু ভবনে নাশকতার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না।
শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার পার্থ আদালতকে বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন। তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন। তাঁর সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যাঁরা ইতিবাচক রাজনীতি করেন, তাঁদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমএএন
মন্তব্য করুন: