editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

আন্দোলনরত ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৪:০৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মেরুল বাড্ডা সড়কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে অতর্কিত পুলিশ হামলা চালায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে সারাদেশে কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির আওতায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সকাল থেকে বাড্ডা সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে হামলা চালায়।

পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে চলেছে সংঘর্ষ ।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে দিনের শুরুতেই পুলিশি বাধার মুখে পড়েন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর