editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

দুই বছরে পদ্মা সেতু থেকে আয় ১ হাজার ৬৪৮ কোটি টাকা

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১৭:৩০

উদ্বোধনের পর দুই বছরে পদ্মা সেতু থেকে ১ হাজার ৬৪৮ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে এক কোটি ২৭ লাখ যানবাহন।

মঙ্গলবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৪তম বোর্ড সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসের যোগাযোগ খাতে সবচেয়ে বড় অবকাঠামো এই সেতুর ফলে দেশের যোগাযোগ ব্যবস্থা বিশেষ উচ্চতায় পৌঁছে যায়। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন দক্ষিণকে মধ্য ও উত্তরাঞ্চলের সঙ্গে এক সুতায় বেঁধেছে।

সেতুর আয় সম্পর্কে ব্রিফিংয়ে বলা হয়, ইতিমধ্যে পদ্মা সেতুর জন্য সুফল ভোগ করছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রায় ৩ কোটি মানুষ। যানচলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় এক হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি। অর্থ বিভাগের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী ৬ কিস্তিতে অর্থ বিভাগকে ৯৪৮ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। ২৭ জুন ৭ম ও ৮ম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর