editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

পল্টনে বহুতল ভবনে আগুন, আটকে পড়া নারী ঢামেকে ভর্তি

নাঈম মজুমদার

প্রকাশিত: ১২ জুন ২০২৪, ২২:৪৬
আপডেট: ১২ জুন ২০২৪ ২২:০৬

ফাইল ছবি

রাজধানীর পুরানা পল্টনের ফাইন্যান্স টাওয়ারের আগুনে আটকে পড়া এক নারীকে উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় ওই ভবনে আগুন লাগে। পরে ভবনটির ৫ম তলা থেকে আটকে পড়া শাহিদা চৌধুরী (৬৫) নামে এক নারীকে উদ্ধার করে পুলিশ। তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, অসুস্থ নারীকে উদ্ধার করে বিলাল হোসেন নামের এক যুবক হাসপাতালে নিয়ে আসেন। তিনি ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। আগুন লাগার সময় তিনি ভবনের সামনে ছিলেন। পরে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে এলে তাদের সঙ্গে ভবনটির পঞ্চম তলায় প্রবেশ করেন। পরে ভবনটির একটি রুমে আটকে পড়া ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে ঢামেকের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই নারী দগ্ধ হননি। তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর